আমার ভীষণ ইচ্ছে করে বসন্ত বেলায়
কারো হাতে, হাত রেখে সূদুরে হারাই
বাসন্তিক উদোম হাওয়ায় মেলি---
ভাবনায় সীমাহীন।
আমারও তো ভীষণ ইচ্ছে জাগে ফুটি
পলাশ শিমুল রক্ত রাঙা বেশে।
কোন এক তপ্ত রোদের শেষে পড়ন্ত বিকেলে
ছুঁতে ইচ্ছে করে ভীষণ! ভালবাসার দ্বাদশী জ্যোৎস্নার মোহিত চোখ
আমার খুব ইচ্ছে করে করতলে জড়াই মধুর মিহি স্মৃতি,
স্বপ্নের লালছে চিবুক থেকে ---
ঝরে পরা বিন্দু বিন্দু ঘাম আলতো মুছে দেই।
আমারও তো ইচ্ছে করে আধুনিক নিয়ন্ত্রিত নগর থেকে মহানগরের পথে
সব বিধি-নিষেধের মানা উপেক্ষা করে
ভাসি সুনীল আকাশের শুভ্র মেঘের পথে পথে
শ্রাবণের ধারার মতো ভীষণ কাঁদি।
আমারও তো ভীষণ ইচ্ছে করে----
সামাজিক অদৃশ্য হাতকড়া খুলে দেই,
রুখে দেই অনাচার অত্যাচারির চক্রবুহ্য।
কামড়ে দেই রাজনীতির সৌজন্যে বেড়ে উঠা---
লোভাতুর কামুক হাত।
আমার খুব খুব ইচ্ছে করে
ভাসমান মগ্ন মেঘের মতো বৃষ্টি হয়ে ঝরে পড়ি,
জ্বলন্ত অশান্তির আগুনে।