পৃথিবী দিয়েছিল তপ্ত নগ্নতা
আমি তাকিয়ে ছিলাম ভাবলেশহীন
মনের অজান্তে কবাট খুলে দিয়েছিল কামুক মগ্নতা
তবুও ভেতরে বইলনা ঝড়,তুমি বিহীন।
গুটিয়ে নিলে সব-সব সুখের কানাকড়ি
আজ পারিজাতহীন পাথরের বুক জুড়ে, শুধুই কান্না
মূর্হতে নেমে এলো অজস্র হাত অনাহারী
উদোম হাওয়ায় কান্দে শরীর মন অপূর্ণা।
আলতো ছুঁয়ে যায় হলুদা'ভ রোদ
মগ্নতায় নিমগ্ন রুগ্ন ভুখা মানুষেরা
বিষণ্ণ গ্লানি, লাঙল চেরা মৃত্তিকাকে ছুঁয় নির্ভেদ
উদাসী প্রান্তরে এই দূর্দিনে উল্লাসে ফাটে বিপদের ছায়ারা।
তবুও কেনো জানি কিসের লাগি
দ্বীধাহীন,জানালা খুলে রাতের পথ রাত জাগি।