(১)
দিন কেটে যায় সময় শেষে
বৈশাখ তুমি সে--ই এলে!
পুঁড়ে যাওয়া চৈত্রের শেষে?
                (২)
আমায় নিয়ে ভেবোনা
বুঝতে কেনো পারছনা
এসেছিতো বসন্ত মাড়িয়ে
পারব কি যেতে তোমায় ছাড়িয়ে!
                  (৩)
রাত দুপুরে দিচ্ছো ভীষণ যন্ত্রণা
বয়সখানা কেমন তা বুঝনা!
                    (৪)
অান্ধার ঘরে শূন্য ঝুলে
খালি হাঁড়ি শিকে
ইঁদুর ব্যাটা শুধু খোঁজে
গরম তুল-তুলে।