আর কিছু মনে নেই,আছে শুধুই দুটি চোখ
রাতের শেষ প্রহরে উড়ে যায় হুতুম পেঁচার দল
ভেতরে শূন্য এক নদী বয়ে চলে
খা খা জলহীন চৈতালি সময়।


আমি ক্লান্তিহীন একজোড়া চোখের ভেতর শুধুই
জীবনের ভাঙাগড়া দেখি প্রতিক্ষণ,
যেভাবে ইতিহাস দেখে প্রতিটি মানুষ, যে যার মতো
জীবনের ভেতর জীবন, চোখের ভেতর চোখ।


চেয়ে দেখি------
জীবন থেকে জীবনের অতীত কিছু
দৃষ্টির ভেতর দৃষ্টির, অতীত কিছু- - -
আমি তা বুঝতে পারিনা কোন কিছুতে।