আবরণে আধেক রেখেছো খুলে বাকিটুকু ঢাকা
আসলে ভেতরে যা আছে সবই তোমার ফাঁকা।
                    ২
কি ভীষণ শরম শুধু বলছো ছিঃ ছিঃ
কি লজ্জা, কি লজ্জা বড়ো বেশী অশোভন
নিলজ্জ:সব খুলে লাগাচ্ছে বায়ু শন্ শন্
আগের মতোই সব,তবে কেনো ডিজিটাল মিছি মিছি।
                      ৩
রাঘব বোয়ালের হয়না খবর
ভাবনার  মাঝে যতো আধমরা চুনোপুঁটি
মগজের জালে মাকড়সার অবিরাম ছুটোছুটি।
উল্লাসে মাতে আমজনতা জবর।
                      ৪
সিথানের জানালা খুলে রাজপথে রেখেছি প্রেমার্দ্র চোখ
চিকচিক শিশির চুম খাবে অশেষ বাসনায়
উৎকন্ঠার ধ্বনিরা ইথারে ছড়ায় নির্দিধায়
গহন রাতের দহন ভুলে তাই রেখেছি বুকে অবিরাম শোক।
                        ৫
গভীর শব্দে উন্মাতাল দুরপাল্লার যান
রক্তে রাঙানো রাজপথে দাগ ছোপ ছোপ
খবরে রাজাধিরাজ মৃদ হাসিতে নিশ্চুপ
পিষ্ট হবার পরম প্রতীক্ষাতে কিছু তাজা প্রাণ।