বুকের ওমে মুখ রেখে
ঘনিষ্ঠ প্রহরে নিখুঁত কারুকাজ
জলের ভেতর জল ঢেলে,
কোটি স্মার্মের লড়াইয়ে জন্মের বার্তা।
রাতের উন্মুক্ত প্রান্তরের খিড়কি খুলে ভোরের আলোয়,
কখনও হিম শীতল, কখনও তপ্ত বাতাস বয়ে যায়।
নড়বড়ে মাটির তলা, দীর্ঘ বন্ধুর পথ
আগামীর বুকে শিঙায় অশনী ফুঁ
অতঃপর দীর্ঘ পথ মাড়িয়ে চোখের ঘনকোষ ছুঁইয়ে,
শীতল নদী বয়ে যায়।
ওখানে শুধু মৃত্যুকে সামনে দেখি
রাতের গভীরে আত্মদগ্ধ অন্ধকারে মুখ থুবড়ে পড়ে থাকে,
আমার পুরাতন জন্মের ঋণ।
সময় যায় সময়ের ভেতর, সে ঋণ শোধিতে পারিনি
এখন শুধু শীতল জলে ডুবে,বিদায় নেবার পালা
অন্য কোথাও- নির্দিষ্ট পথে।