অমন করে কি ভাবছো!
বিমর্ষ আঁধারে বন্দি দেশ
নেতার আচানক কথার ফাঁদে জনতার- -
লুল পড়ে লুল,
পিতার কালো কোটে চাটার দল
ঝোঁল মুছে ঝোঁল।


তাদের দেখে মধ্যাহ্নের চকচকে সূর্যটাও শরমে আঁধারে লুকায়
পাড়ার গলিতে খদ্দেরের খোঁজে স্বাধীনতা আজ বেসামাল,
খুব ঘটা করে পালন হয়,
দিন তারিখ মাস বছর
আর-তো কিছু নয়।