কিছু গোপন কথা কিছুটা শরীরের কারুকাজ তুমিও লুকিয়ে রাখো
কে না রাখে!
অথচ যখন সবকিছু থেকে দূরে---
এই বলে চাউর করো
তখন তোমার মুখের মিথ্যাটাও বেশ লাগে
মনে হয় তবুও তুমিই যুধিষ্ঠির।
বিষন্ন কষ্টের পলেস্তর খুলে খুলে যখন মাটিতে লুটায়,
দিনান্তে শেষের আলোর মতোন হৃদয়,
যখন খুব বেশী খোলামেলা হয়ে থাকে--
তখন একজোড়া গোলাপী ঠোঁট আমার অধর ছুঁয়ে যায়।
যখন স্নেহময় একখানা হাত---
মুছে দিয়ে যায় অধরের যতো বিষন্নতা
তাতে কি এমন দোষ বলো--!
আমি জানি তারো কিছুটা প্রয়োজন আছে,
কিছুটা নষ্ট কাঠামোর।
ভালোমন্দের সব দায় কাঁধে তুলে নিয়ে চিরটাকাল
মানুষ নির্সগকে সভ্যতার নাম করে সুদূরে ঠেলেছে,
তাইতো প্রতিটি সম্পর্ক আজ জঠিলতার ফ্রেমের মাঝে নিষ্পলক সাঁজানো।
স্বরচিত খাঁচায় বন্দি মানুষের আত্মারা যখন
অসহ্য চিৎকারে ভাঙতে চেয়ে ভেঙে ফেলে নিজের কাঠামো।
তখন'ই দিগন্তের বিরোধহীন হৃদয়কে বুকে তুলে নিয়ে
স্বপ্ন মাখি ইচ্ছার পালকে।