সকলে পায়না কেউ কেউ পায়
কার সাথে অভিমান তোমার!
কার সাথে বলবে কথা অতিনির্জনে?
এমনইতো হয় এমনই হওয়ার কথা
বিশ্বাস ভেঙে তছনছ, পুঁড়ে খাক বিষণ্ণ প্রান্তর।
কিছুই পাবেনা তুমি---------
যে পাওয়ার সে পেয়ে যাবে বাকিরা নিঃস্ব
কেউ কেউ হাসে দক্ষিণা হাসি
ভালবেসে যাকে হৃদয়ে জড়াই
সেতো শুধু মাংসল শরীরের উপমা
তাকে কি প্রেম বলে? সে-তো তার দেহের উপস্থিতি,
কে তারে কখন কবে পেয়েছে বলো?
অথচ যে পাওয়ার সে পেয়ে যাবে
হয়তো কোন কালেই পাওয়া হবেনা আমার।
চৈত্রের কপালে র'বেনা মেঘের চিহ্ন
আমি কি শুধু কর্ষিত হবো মেঘহীন আকাশের নীচে!
কখনো ফলবেনা ফসল?
সোনালী ফসলের মাঠ মাড়িয়ে শুধু বাজা সূরম্য নগর বানাবো,
সেই নগরের কতোজনের বাস  কখনো হবেনা জানা।
কতোটা অঘ্রাণ পেরুলেই ফসলের মাঠ
হয়তো কখনো হবেনা দেখা--
এই শীতার্ত আঁধারের স্বপ্নহীন খাঁচায়।
অথচ
যে পাওয়ার সে পেয়ে যাবে চিরটাকাল
যে ভাবে কেউ কেউ পায়।