ভালবেসে হৃদয়কে রক্তাক্ত করে
বুকের খাঁজে রেখেছো, সবুজের হাহাকার
তবুও তার বুকে এলেই ভরে উঠে তৃষিত বুক
একি তবে সেই প্রেম!সেই ভালবাসা?
তপ্ত আকাশে জলের আর্শির আনাঘোনায়,
মূর্হতেই সবুজে সবুজে ভরে উঠে মাঠের পর মাঠ।
হৃদয়ের প্রাতে দিগন্ত জোড়া ফসলের ক্ষেতে সুষম বিন্যাসে,
সুভাস ছড়ায় চারদিক মৌ মৌ গন্ধে
প্রশান্তির মুক্ত অবয়বে ডানামেলে শঙ্খচিলের শৈল্পিক উড়ে চলায়,
মুখরিত রয় স্বপ্নের অতন্দ্র প্রেম।
তারপরেও কীভাবে এড়িয়ে যাও শস্যের মাদকতাময় ঘ্রাণ?
ভালবেসে কেনো বুকে রাখনা---
উদাসীন জলের আঁচড়ে উঠে আসা পাললিক প্রেম?
তোমার সব-সবকিছু রাখি আমার মনের বিপূল বাসনায়,
তবুও  কেন সকল ইচ্ছার মাঝে পুড়ে যেতে থাকে একটি প্রসন্ন গোলাপ।
পুড়ে নিঃশেষে এসে ঠেকে ঠোঁটের পাললিক ভূমিতে,
ক্রমশঃ ভুলে যেতে থাকি প্রতিক্ষণ--
তোমার রক্তমাংসের আব্রুহীন আকাশ।
নখে আঙুলে চোখে ঠোঁটে কি ভীষণ অসভ্যতা বল!
যেনো একখানি আস্ত জৈবিক প্রান্তর।
কিন্তু-- তুমি! যেনো নির্লিপ্ত তুষারের আবৃত প্রেম
তাইতো আঁছড়ে পড়ে হাজারও ঢেউ অসহায় চোখের কিনারে।
জীবনের ভীতে জমে চোরাবালির পাহাড়
কেউ কেউ তলিয়ে যাবার ভয়ে ভিটে গড়ে অন্য কোনখানে,
কেউ যাকে কোন দিন বাসেনি ভাল
অথচ আমি তোমাকেই ভালবেসে বুকের ওমে রেখে বলি এইতো প্রেম এইতো ভালবাসা
হে-আমার প্রিয় জন্মভূমি।