♣♣♣ ছুঁয়ে দিয়ে যদি মনে কর শুধুই মাংস ত্বক
শুধুই শরীরের কামনার বুনোউল্লাস
যদি মনে হয় --
শরীর ছাড়া কিছুই নেই কোনখানে
আসলে শরীরহীন কিছু কি মানুষ পায়নি, কখনও নিজের কাছে?


♣♣♣ সময় ছিলো একদিন সে বড়ো বেশী সুসময়
আধেক খাওয়া চায়ের কাপ অপেক্ষায় থাকে
দু'আঙুলে জ্বলন্ত চুরুটের মতো পোড়ে জীবন
মুখোমুখি দু'জন একই ঘরে  যে যার মতোন নির্বিকার
চেনা! অথচ কতোদিনের অচেনা পুরো ঘরময়।
আলো আর ছায়ায় বড্ড বেশী আনাঘোনায়
দু'জনের নীরব উপস্থিতি যেনো গুণে প্রহর।


♣♣♣আলতো স্পর্শে  ছুঁয়ে দিলে এমন কুয়াশায়
আশায় বাঁধি ঘর একাকী এই বিজন রাতে
স্পর্শ করো পরম পিপাসায়  একবিন্দু জল হই।


♣♣♣ ডাকছি শুধুই ডাকছি কৃষ্ণচূড়ার প্রেম
নিসর্গ ভালবেসে ডেকে যাবো  রাতের শহরে
হয়তো কেউ জেগে নেই
অচেতন ঘুমের নেশায় রাত্রির প্রহর
অনিদ্রার চোখ চশমায় ঢাকা তবুও ডেকে চলি অবিরাম
শহর থেকে শহরের চেনা-অচেনা গলিতে
নির্বাসিতা আমার।