কখনও ভাবিনি
দিন আর রাতের ফারাক করতে পারবেনা
অসাড় পরে থাকবে অতিদূর ভবিষ্যৎ
ঘুঙুর পড়ে নোঙর তুলবে মাঝি
দিশাহীন ছুটবে বিদিশা,ভাটির পরে
খেমটা তালে নাচবে তুমি ঢেউয়ের তালে।


কখনও ভাবিনি
পেঁয়াজের ঝাঁঝ ছাড়াও মধ্যরাতে
টাই স্যুট পরা বাবুদের টকশো শুনে
চোখে জল গড়াবে -অবিরত।


কখনও ভাবিনি
দেশপ্রেম যে এভাবে--
পকেট বন্দি হয়ে যাবে!
ভাবিনি, কখনও ভাবিনি।