হেমন্তের কোন এক মধ্য রাত্রিতে
তৃষ্ণার্ত বুকে পাখির মতো দু'বাহু মেলে
আমি অপেক্ষা করেছিলাম,
তোমার জন্য বা অন্য কারোর জন্য
দিগন্ত জোড়া ফসলের মাঠে ঠাঁয় দাঁড়িয়ে।
যে রকম অপেক্ষায় থাকে কৃষক - -
মুঠো মুঠো সোনালী ধানের আশে।


আমি অপেক্ষা করে ছিলাম
তোমার জন্য বা অন্য কারোর জন্য
যদি ভালোবাসা পাই, সে ভালোবাসার স্পর্শে
বন্ধ্যা জমিও একদিন ফসলে উঠবে ভরে
একদলা সুখ মায়ের আঁচলে ভরে।


আমি অপেক্ষা করেছিলাম
হেমন্তের কোন এক সোনালী ভোরে
উন্মুখ চোখে পাখির মতো দু'বাহু মেলে
হৃদয়ের সমস্ত আবেগ সঞ্চারিত  করে
শিশির ভেজা সোনালী ধানের ক্ষেতে।