*খুব যে জ্বলে
কোন কথা নেই
কেউ কেউ মৃদ বলে।


*খুব যে জ্বলে
কেউ কেউ ব্যাথায় টলে
কেউ ফের নিভৃতে চলে।


*খুব যে জ্বলে
ভালবাসাহীন বুক
কাছিমের মতো উল্টে গেলে।


*খুব যে জ্বলে
যতো ফাটাবে ক্ষত ততো টাটাবে
কেউ কেউ তাই বলে।


*খুব যে জ্বলে
রেখাহীন করতল
উতলানো জলে।


*খুব যে জ্বলে
মনে কি পড়ে
ইতিহাস সামনে এলে।


*খুব যে জ্বলে
ভয়াবহ ঋণে
বন্দি সবে শেকলে।