এখানে কেউ কারো নয়--
যেখানে প্রার্থনার মতো দেহখানি ভাসে
মারফতি কথার ছলে ওরা শুধুই মুচকি হাসে।


আসলে এখানে কেউ কারো নয়
ওদের চকচকে গ্রীবায় উজ্জ্বল চাঁদ ঝুলে
আর আমাদের চোখে অশ্রুর অবিরাম খেলা চলে।


যেদিন আমাদের সন্ধ্যাতারা গুলো পথ চিনিয়ে ছিল
আমি সেদিনই বুঝেছিলাম এখানে উদাত্ত বাসনারা ভীত
তবুও দেখো লালাভ দিগন্তে তাকিয়ে আমি এখনও প্রীত।


পাখিরাতো সেই কবেই ফিরে গেছে ঝাঁক বেঁধে
অতচ দু'হাত বাড়িয়ে প্রতিক্ষায় এখনও আছি
জানি এখানে স্বপ্নছোঁয়া স্বপ্নবোনা শুধুই মিছি।


আসলে এখানে কেউ কারো নয়
এখানে শূন্যতারা হাত ধরে ধরে হাঁটে
এখানে জ্যোৎস্নারা ডুবে মরে লিলাবতীর ঘাঁটে।