আজকাল কিছু কথা যে ব্যাথা হয় বেশ বুঝে
গেছি
আমি তবুও চাই ওরা বুকের 'পরে পাহাড় হোক
ক্ষয়হীন সুউচ্চ পাথরের পাহাড়
আর জ্বলেপুড়ে অঙ্গার হয়ে মরোক দিনের তপ্ততায়
সেই কথাগুলো লাভা হয়ে ঝরোক রাতের নীরবতায়
কিছু কিছু মিথ্যা আপন মনে জাবর কাটুক রাতের নির্লিপ্ততায়
বাকিটুকু বেড়ে উঠুক তোমাদের অশ্লীলতায়।


হয়তো জানোনা
আমি এখন বেবাক ভুলে সব সইতে পারি
কখনও যে মানুষ ছিলে তা ভুলে
যতোটুকু পার বলে যাও- -
আর চারপাশে মিথ্যার বেসাতি সাজাও?