এখনো আমি নির্বাক চোখে আঁধারের আলিঙন দেখি
আজো আমার চোখের খুউব গভীরে ভীষণ নোনা জমাট জল রাখি
হাজারও ভূখা ন্যাঙা মানুষের ওহঃ আহাঃ শব্দ শুনি প্রতিটি দীর্ঘশ্বাসে।
মানুষ কত সহজেই ভুলে যায় সেই--পেছনের দুঃস্বপ্নের ক্ষত
গোপনে লুকিয়ে রাখে তাদের স্বপ্নগুলো সবসময়।
দুঃস্বপ্নের  মাঝে অর্হনিশি---
আমার সমস্ত সত্তাজুড়ে নেমে আসে
স্বজন হারানো মানুষের কষ্টের গভীর কালো দীর্ঘ রাত।
এই কষ্ট বুকে নিয়ে বড্ড মনে পড়ে আমার উজ্জ্বল সময়ের কথা
অথচ মায়ের লাল সবুজ শাড়ীখানি আজ মলিন জীর্ণ শীর্ণ
এ-কি!তবে স্বাধীনতা কি আমার মলিন বিরহে কাতর?
এখনো নির্বাক চোখে আঁধারের আলিঙনে
শত কষ্ট বুকে পুষে রেখে অন্তরে--
নেমে গেছে পুরাতন জন্মের ঋণে কৃতগ্ন অনাহারী  মানুষের ঢল।
এখন আমার হলুদ দু'চোখ শুধুই তন্দ্রাহীন
এই তন্দ্রার ভেতরে শুনি সেই সব মানুষের আহাজারী
যারা একদিন স্বপ্ন দেখেছিল, স্বপ্নের নিশ্চিত প্রহর
অথচ তাদের চোখ এখন স্বপ্নহীন আর মুখে সূদুরের অচেনা হাসি।