আমি কি কিছু বুঝিনা,আমি কি আলাদা কিছু!
নাকি ধরে নিয়েছো অজানার দিকে আমার নিশ্চিত প্রস্থান
তবে কি আমার শূন্যতায় --
মেতে উঠবে আধুনিক সভ্যতার অশ্লীল উল্লাস।
আমিতো জানি ভালবাসার দারুণ আকালে
সবুজ ভূমি বন্ধ্যা হয় কারো কারো চলে যাওয়ায়,
তবুও কেউ কেউ চলে যায় অবলীলায়--
বুকের দহন চোখের প্লাবনে।
পৃথক কোন নীড়ের তৃষ্ণায়,পৃথক কোন বন্ধ্যা বাসনায়,
প্রিয়তম পথের দিকে।
তাতে কার কি এসে যায়
যে যাবার সে-তো যাবেই,
আধুনিক সভ্যতার অশ্লীল উল্লাসে।
নষ্ট প্রহর নষ্ট লগ্নে বন্ধুর পথ হেঁটে
পিছন ফিরবে যেতে যেতে মানি
স্ব-দেশ ভীষণ মনে পড়বে তোমায়
তা-তো আমি খুব করে জানি।