আলোটা নিভিয়ে দাও
অন্ধকারে দেখা যায় কিনা নিজের রূপ!
তোমার হাত, হাতের আঙুল, আঙুলের কড়
ওই পা,পায়ের গোড়ালি থেকে বৃদ্ধাঙ্গুল বরাবর
আলোয় আলোকিত হয়ে ওঠে কিনা।


দু'চোখে শ্রাবণের মেঘ খেলা করে কিনা
চোখের পাতা বেয়ে নেমে আসে কিনা
রৌদ্রজ্জ্বল ভোরের সোনালী আভা।
কান পেতে রেখো, শোনা যেতেও পারে
মধুর কণ্ঠে সূদুরের আশান্বিত গান।


আলোটা নিভিয়েই দাও
সুনশান আঁধার  নামুক চারিধার।
নির্ঘুম চোখ বুজে দেখো, অন্ধকার নেই
ভেতরের একটুকরো কয়লা,
গ্রাস করে কিনা সমস্ত আঁধার।


যে,আলো নেভাতে পারে
সেইতো আলোকিত হয়,সত্যিকারের আলোয়।
আলোটা নিভিয়ে দাও!
আর এক নিমিষে,জাগিয়ে দাও
জড় জগতের আলসে ঘুম।


চোখ মেলে দেখো
আপন আপন ভোর
খুলে  মনের দোর।