যে জলে না নেমে
শেখাচ্ছে সাঁতার
কখনও কি পাবে তার নাগাল!


সে যখন পার হবে নদী
তৃমিও হতে পারো- - - পিছু
নীরবে নিভৃতে নীরবধি।


তোমরা কেবলি দু'জন
নিরুদ্দেশ ভাসিয়ে খেয়া
হয়তোবা হারাবে স্বজন।