ঘুমিয়ে পড়ার আগে সবকিছু বন্ধ করে দিও
এমনও তো হতে পারে এটাই অনিবার্য ঘুম যাত্রা
সময়ের ফেরে নিঃসঙ্গ একাকী পাড়ি দেবে কাল মহাকাল।


অথচ কতো পথ অনিচ্ছায় গিয়েছে এঁকে-বেঁকে
কতো যে নদী সহসা নিয়েছে বাঁক,চলেছে নিরবধি
সে পথে সম্পর্কের সুতো বা সেতুর কোন প্রয়োজন নেই।


এর'চে বরং পলকহীন দেখি
জীবনের মোহে কতো রঙ ছড়িয়ে আছে অলিগলি জুড়ে
কতোটুকু ব্যাথার জালিকা পেরুলে জীবন  তৃষ্ণায় ওড়ে
কতোটা দহনে স্ফুরিত হলে ঠোঁটে লিখা হয় নিষিদ্ধ ইস্তেহার
সেখানে মানুষ কতোটাইবা একা হলে তাকে নিঃসঙ্গতা বলে।