আঁকা বাঁকা সর্পিল পথ পেরিয়ে
অবসাদ ক্লান্ত দেহে আমি এখন চৌমাথায়
দিশাহীন চোখ, কোনটি আমার পথ?
বোতামহীন উন্মুক্ত তেজদীপ্ত বুকে হাজারও স্বপ্ন নিয়ে
হেঁটেছি অনেকের সাথে হাতে হাত রেখে
অথচ কখন যে হাতের করোটি মুষ্টিহীন শূন্য,নীরবে
বিবেকহীন মানুষের মূল্যবোধের অবক্ষয়ে।
উপচে পড়া তেজদীপ্ত যৌবনের উত্তাল মিছিলে
হাজারও মুষ্টিবদ্ধ হাতের অনেক স্বপ্ন ছিল
সেই স্বপ্নের পরিধি ছিল আকাশ ছোঁয়া
সাথে ছিল দীপ্ত শপথ।
হঠাৎ দেখি সরে গেছে সবাই স্বার্থের বেড়াজালে
নতুন নোটের ঘ্রাণে ছেড়েছে দেশ
কেউবা জোকের বংশধর হয়ে চুষছে লাল ঠোঁট,
কেউবা আবার মানবতার ঠুঁটি চেপে উল্লাস করে
মাতোয়ারা হয় শিৎকারে শিৎকারে
হোক শিশু কিংবা বয়োবৃদ্ধের অপুষ্টির জঙ্ঘায়।
আবার কেউবা দেখি নিয়ন আলোয় দেখে
নর্তকীর দেহের মাংসের তুফান।
অথচ তাদের এসব কিছু করার কথা ছিলনা
বিবেকহীন হয়ে সবাই ছুটছে যে যার মতো
কেউবা ছুটছে ভ্রান্ত পথ ধরে অজানার দিকে।
হয়তোবা চিরকাল পড়ে থাকবো চৌমাথায় স্বপ্নের ঘোরে।
হোক সে বন্ধুর কাঁটালতা বিছানো ---
পথ আমার এখন একটাই
চিরকাল যাবো একা হেঁটে  সে পথেই।