বুকের ভেতর গাঢ় পরবাস নিয়ে
যে স্বপ্ন আমি ধারণ করেছি আজন্ম বাসনায়
যেথায় বুনেছি স্বপ্নের ফসলিম ক্ষেত
যে হৃদয় জুড়ে প্রতিক্ষার মৌসুমি ঘ্রাণ রেখেছি অসীম
সেখানেই রাখব বলে ডেকেছি তোমায়।
ব্যর্থ বিষাদের বিষন্নতা নির্বাসনে রেখে
পুষ্পিত হাতে অপেক্ষায় আমি
পোড়া চাঁদের দগ্ধতা বুকে নিয়ে--
কালো বিনিদ্র নিশিথ জেগে, অতন্দ্র প্রেম সাজাই একাকি
আমার গেরস্থালীর বাসনে।
তাও তুমি এলেনা!
তুমিতো চিরটাকাল শুধুই উদাসীন জলের মতো
ভাসিয়ে দিয়ে গেলে আমায়,বিপুল বাসনায়।
মাঝে মাঝেই কি ভীষণ বেপোরোয়ায়,নীলিমার সিঁড়ি বেয়ে
বিহঙ্গ দরোজা খুলে অতিক্রম করো
আমার দগ্ধ দ্রাগিমা।
অথচ সংসারের এই ভীতে
তুমি অধরাই থেকে গেলে
অসমাপ্ত ইচ্ছের মতো।