একদিন চলেই যাবো-- যেতেই হবে
অনেক কিছু করেছি ইচ্ছার বিরুদ্ধে - অনিচ্ছায়।
নির্ঘুম রাতের নির্যাসে---
নিজের স্বপ্নগুলোকে কবর দিয়েছি,
হাজারও রাত কাটিয়েছি তারা গুণে গুণে
একদিন চলে যাবো নিশ্চিত কারণহীন, কিন্তু --
কিভাবে  কখন যাবো,পথ খুঁজি ক্ষণে ক্ষণে।


একদিন চলে যাবো-- যেতেই হবে
অনেক তৃষ্ণা, জলহীন বুকের পাঁজরে রেখে
প্রতিটি প্রহর কাটিয়ে নীরবে নিঃশব্দে,
পাতা ঝরার দিনে মড় মড় বুকে,চলে যাবো নিশ্চিত
শুধু জানিনা কিভাবে কখন যাবো, তা অনিশ্চিত।


একদিন চলেই যাবো-- যেতেই হবে
তাইতো অনেক গল্পো ছেঁটে  দিয়েছি জীবন থেকে
অনেক কিছুই ভাসিয়েছি  সাদা-মেঘের বেলায়
অনেক ব্যাথার ঢেউ মারিয়েছি অব-লিলায়
অনেক ক্ষণ ক্ষয়ে ক্ষয়ে যেতে দিয়েছি অবহেলায়
একদিনতো সত্যিই চলে যাবো- অতি বিষণ্ণতায়।