ভেতরে ভেতরে কিছু একটা জ্বলছে
মরুভূমির তপ্তবালু, দিনের আলো
সাগরের জল,রাতের আঁধার কালো।
জ্বলছে - - -!


ভেতরে ভেতরে কিছু একটা জ্বলছে
কেউ আড়ালে, কেউ বাহিরে
কেউ উনুনে, কেউ উদরে।
জ্বলছে- - -!


ভেতরে ভেতরে কিছু একটা জ্বলছে
কেউ শ্মশানে, কেউ দুঃশাসনে
কেউ মনে মনে,কেউ দহনে।
জ্বলছে- - -!


ভেতরে ভেতরে কিছু একটা জ্বলছে
কেউ ভালবাসাহীনে, কেউ তন্দ্রাবিহনে
কেউ প্রেমের কারণে, কেউ অকারণে।
জ্বলছে- - -!


ভেতরে ভেতরে কিছু একটা জ্বলছে
কেউ জ্বলে কাঁদছে,কেউ সেই জ্বলনীতে ঘি ঢালছে
কেউ ঘুঙুর ছাড়া নাচছে,কেউ বাঁকা উঠান মাপছে।
জ্বলছে- - -!


ভেতরে ভেতরে কিছু একটা জ্বলছে
কেউ মূল্যবোধের ছবি আঁকছে,
কেউ সেই ছবি হরদম জ্বালাচ্ছে।


জ্বলছে- - বলছি,স্বদেশ আমার- -
চুপ করে, চোখ বুজে নিভৃতে।