আজকাল একা একাই হেসে উঠি বিরতিহীন!
প্রহরের পর প্রহর মাড়িয়ে নেমে আসে ঘোর
পৈথানে রাখা কিছু উদ্বেলিত দুঃস্বপ্ন পেরিয়ে
নাবালিকা সময় অপেক্ষায়,কখন হবে ভোর।


ভাবছি কি ভাববো সুবেহ-সাদিক পেরোয়
প্রহর মিলায়,দেখি ভোরের গায়ে অনুর্বর পলি
ধোঁয়া গন্ধ বাতাসে চিরতার স্বাদ জীবন জুড়ে
আহা!কেন যে তবুও স্বপ্ন হাসে চা-কফির নিমগ্ন পেয়ালায়?


মরা কার্তিকের সকাল,পাখির শালবীথি চিৎকারে
চায়ের কাপে সুদক্ষ চুমুকে জীবনের তৃষ্ণা ওড়ে
সুনসান বিছানায় কায়দা করে মুখ লুকিয়ে ভাবি
ভাবনার তলানিতে, ভাবছি ঢেলে দেবো নীরবে
অর্ধনগ্ন কবিতার কিছু পোড়া শব্দের ছি ছি ছবি।