অনিতা!
যখন সব কথা শেষ হয়ে যায়, কথার শেষে
নিজেকে প্লাবনে ভাসাই নিরবধি, নির্জন ঢেউ
ভেসে ভেসে জড়াই নিজেকে,শরীরের সকল নগ্নতায়
সময়ের সাথে খেলা করে যাই,সোমত্ত যৌবনে।
অনিতা!
কথা কি শেষ হয়ে যায়,কথার শেষে?
নাকি জীবনের অসমাপ্ত ইচ্ছের মতো
বিনিদ্র প্রহর গুণে আরও কিছু কথা?