সময় আমায় খুঁজতে গেছে
অসময়ে পেয়েছিতো টের
পৃথিবীর মতো বিস্ময়ে তাকিয়ে এখন
সে তো ফিরবেনা বুঝেছি ঢের।


এখানে এখন কোন ছায়া নেই, নেই কোন কায়া
শুধু পড়ে আছে শুভ্র শেফালির মতো কিছুটা  মায়া।


বুড়ো অশত্থের নীচে থমকে যাবে পথিক জীবন
ভেবেছি কি কখনও আমরা কেউ
ধুলো,ঘাম,ক্লান্তি, অবসাদ, আর ব্যর্থতায়- -
দেখি চামড়ার ভাঁজে মিহি সূনিপণ ঢেউ।


হাতের তালুর চিহ্ন ধরে
ভবিষ্যৎ গুণছি বসে
কিছুইতো মিলছেনা,
সময় যে চলে গেছে হেসে।  


ক্লান্তির বুকে করাঘাত করে
পাবে কি সময়ের খোঁজ এখন
সময়তো বয়ে গেছে  
তছনছ করে সে -ই কখন।