আজকাল সময় আর অসময়ের ফারাক করতে পারিনা
যেমনি তালের সাথে বেতাল তেমনি মানুষের সাথে অমানুষের
কি সন্ধ্যা কি রাত,হোক আলো কিংবা কাল
বুঝিনা কোনটা আসল কোনটা নকল।
এই যেমন চলছে মত আর অমতের মহরত
বুঝে বা না বুঝে তাতে দিচ্ছে কেউ সহমত।


সময় কত গড়ায় নিঃশব্দে নোনতা জলের মতো
কেউ কেউ বলে নোনতা আবার জল কি- - -!
জলতো জলই জলের কি রকমফের হয়?
যদিও কারো কারো জীবনে নিরবধি বয়।


কেউ কেউ জানে, তা সবাই মানে, ভয়ে
লাল চোখের খেল, চলে ওলি গলি
কেউ দেখে নীরবে হাটে,চোখ নিভৃতে এঁটে
এখানেই শেষ নয়, হয় নয়ছয়
বল্লেই জীবনের ক্ষয় নিশ্চয়!


অতঃপর ইচ্ছে করে- - -
এতো কিছুর পরও দুর্মূল্যর বাজার থেকে কিছু কিনি
এই ধরুন বেতালের সাথে তাল অসময়ের সাথে সময়
অার অমানুষের সাথে কিছু মানুষ,- - -  চলুন কিছুটাতো চিনি।