(সদ্য রাজপথে ঘাতক বাসে পিষ্ট হওয়া কোমলমতি ছাত্রদের প্রতি শ্রদ্ধার্ঘ্য)


আমি ফিরে যাচ্ছি চিবুকের চুম্বুন মেখে
চোখে টলোমলো বর্ষার বুকে।
ফিরে যাচ্ছি-বেলা শেষে সন্ধ্যার কাছে
যেখানে খুব বেদনাময় নুয়ে থাকা একজোড়া চোখ তাকিয়ে রয়
আমি ফিরে যাচ্ছি--
বেদনাবৃত উঠোনে একাকী দাঁড়িয়ে থাকা মাধবীলতার কাছে,
ফিরে যাচ্ছি বক্ষলগ্ন বহুদিনের জমানো গাঢ় অভিমানে পরবাস নিয়ে
তবুও তুমি এলেনা।
মজ্জার ভেতরে অন্ধকার ---
চোখের কোটরে শান্ত সমুদ্রকে নিয়ে
ফিরে যাচ্ছি তুমুল বিরহে।
আমি ফিরে যাচ্ছি--
পেছনে কাঁদছে ইতিহাস স্মৃতিময় সংসার
যে ভালবাসায় নাও ভাসায় দুর পরবাসে,
সেখানেই ফিরে যাচ্ছি-হৃদয়ে স্মৃতিচিহ্ন এঁকে।
এই জনমের আলোর উঠোন পেরিয়ে
বোধের অতীত নিয়ে, সভ্যতার নিষ্ঠুর ক্রমবিকাশের দিকে
যেখানে ক্লান্তিহীন চোখে অবিরাম ---
শুধুই জীবনের ভাঙাগড়া দেখি,
ফিরে যাচ্ছি সেখানেই।
ভীষণ তৃষ্ণায় অসহায় এক পীড়িত গাঙচিল
ব্যস্ত নগরীর রাজপথে উড়ে।
তাচ্ছিল্যর হাসি দিয়ে বিনাশ চোখে তাকায়
রক্ত পিপাসু এক নরপিশাচ
সদ্য পিষে দেওয়া সেই টকটকে রক্তের দিকে।
ফিরে যাচ্ছি,আমি তাদের কাছে ফিরে যাচ্ছি--
চোখের নীচে অনিদ্রার শোকচিহ্ন বয়ে
কথাহীন নিঃশব্দ অভিমানে নতমুখ নিয়ে
আমি ফিরে যাচ্ছি--
তাদের মাটির সিঁথানের জানালায়।