আমি ভবিষ্যতের কাছ থেকে কিছু ভবিষ্যৎ ঋণ নেব
তাই নিয়ে স্বপ্নধোয়া হৃদয়ে গড়ে উঠা বাসনায় ----
নতুন বসতভূমি বানাব বলে।
যেখানে থাকবে অবারিত গৃহের সুখ কাটবে নিশ্চিত প্রহর
সাজাব নির্মল নীড় সোনালী সময়
যেখানটায় থাকবে শুধুই বিশ্বাসী ছায়া
বেদনাকে পায়ে দলে রোদ্দুর পেরিয়ে হেঁটে যাব মাইলের পর মাইল নির্বিগ্নে।
অবিনাশী করে বিশ্বাস ও প্রশান্তিকে ছড়াব পৃথিবীতে।
ধ্বংস, ভাঙন অবিশ্বাস আর নির্মমতা,
আমাদের সারা শরীর জুড়ে যদি
থোকা থোকা কৃষ্ণচুড়ার মতো দুঃখও ঘিরে থাকে
বিশ্বাসের দীর্ঘশ্বাসের সমুদ্রে ডুবিয়ে----
খুঁজে নেব শান্তির নির্মল নির্জন অধিবাস।
আমি কিছু ঋণ নেব ভবিষ্যতের কাছ থেকে, ভবিষ্যত
ঘাসের ডগায় নীল ফড়িং হয়ে নির্জলা বসব বলে
অথবা নীল আকাশের আলো মেখে
তিলে তিলে গড়া ভালবাসা ভাললাগা বুনব বুকের নকশি কাঁথায়।