কেউ কি বলেছিল তারে!
তবুও কেন দোষী কর আমায়
মাংসল জলের দিকে চেয়ে চিবুকে চিহ্ন এঁকে
যে ছেলেবেলা কেটেছিল এখন সে
সংসারের গোপন ভাঙন শুনে প্রতিনিয়ত।
কেউ কি বলেছিল তারে!
ভালবাসা আর ভাললাগা এক করে
নোঙর ছেড়ে ঢেউয়ে ঢেউয়ে হারিয়ে যেতে?
তবুও কেন দোষী কর আমায় এখনতো
অন্ধ রাতে চোখ খুলতেই বিছানায় বাড়ে এপাশ ওপাশ
খুট খুট শব্দে ছার পোকাদের জন্মবৃদ্ধি শুনি।
যদি কখনও দেখো অসময় জাগিয়ে তুলেছে হাস্যোজ্জ্বল প্রহরের প্রাণ
আর গুটিকয়েক তেলাপোকার অবিরাম ছোটাছুটি
শুদ্ধ করে নিও জীবনের বোধ
এখনও যে বেঁচে আছি সেই জন্মের ঋণে।