সেই-ফিরে এসেছো কেন?
যদি পুরোনো সেই রইলে মননে স্বভাবে
যদি সেই মোহরের মতো কালো কষ্ট রইল সেঁটে বুকে
যদি সেই হারানো চিহ্ন দগদগে ক্ষত করে রাখলে মনে
তবে সেই ফিরে এসেছো কেনো!
সেই- আসার খুব কি প্রয়োজন ছিলো?
কষ্টের বহ্নিশিখা  হৃদয়ে পুরে----
বারবার নিজেকে কেনো-পোড়াও!
কেনো এতো কষ্ট দাও নিজেকে তবে?
সারারাত জেগে জেগে যদি নাইবা দেখলে ভোরের প্রথম আলো
তবে কেন এই জাগরন শুধু শুধু, তমিস্রার গহন রাতে!
কেন আলোর দিকে ছুটে অন্ধকারকে হারানো?
সেই ভালো----
যেদিকে ফিরতে চায় মন, সেই- দিকে ফিরাও নিজেকে,
মানুষতো কিছু চায়,অন্ধকার না হয় আলো
নতুবা অন্যকিছু --
মন কাঁদলেই ফিরছো কেনো?
জানোনা এখানে ভাঙা বাড়ী
বালিয়াড়ি নদীর তীরে দগদগে ক্ষত বুকে নিয়ে স্মৃতিময় সংসার
হয়তো তুমি জানোনা--
রুগ্নতার কাঁধে হাত রেখে বিরহী সময় তোমায় টানছে---
সেই- তবুও  ফিরছো কেনো?
কিছুটাতো চাই মানুষের কালো কিবা আলো।
তোমার-তো কিছুই নেই --
এখন যেদিকে ফিরতে চায় মন সে দিকে ফিরাও নিজেকে।