আমার কথাছিলো স্বাধীনতা পেলে
বেদনাবৃত কোনকিছু লিখবনা,আঁকবনা কষ্টের জলছবি।
আমার কথাছিলো স্বাধীনতা পেলে
বাঁজাবনা বেহালার করুণ সুর
সুখের দিনে আঙুলের মড়মড় ধ্বনি শুনব একাকি নিভৃতে।

আমার কথাছিলো  স্বাধীনতা পেলে
দুখীনির বুকের ওম হবো
ভোরের প্রথম সূয্যে দেশাত্মবোধক গান শুনব--
সিথানের জানালায় মাথা রেখে।
আমার কথাছিলো স্বাধীনতা পেলে
ফুলবানুর ঢেঁকিতে নতুন ধান ভানার দুপ্পুর দুপ্পুর শব্দ শুনব,
একথালা ফেনিল ভাতে তৃপ্তির ঢেকুর তুলব দু'বেলা।


আমার কথাছিলো স্বাধীনতা পেলে
যতো দুঃখ ক্লেশ গ্লানী মুছে দেবো,
সকলেই নিজের নিজের সংসারের
স্বাধীনতা-- !  
গেল পঞ্চাশেও তুমি, তোমার কথা রাখনি।