মায়াবী জীবনে কেউ চিনেনা নিজেকে
ছুটেছো ভুলের পিছু ভাবনিতো কিছু
পাবে কি সময়,যে গেছে চলে আজকে।


উল্ লাসে মেতে কাটিয়েছি কতো বেলা
প্রভু তোমার কথা ভাবনায় আসেনি
কতো লগ্নে কতো প্রহরে করেছি অবহেলা।


সময় যখন ডাকবে যে,চুপিসারে
আত্মীয় স্বজন কেঁদে কেঁদে হবে সারা
সবাইকে ছেড়ে চলে যাবো পরপারে।


কৃতকর্মের ফল নিয়ে,চাই অভয়
মুক্তি যদি না পাই, ভয়ে কাঁপে অন্তর
বুকের দহনে পুড়ে ভয় করি জয়।


নিশ্চিত আঁধারে করব যারে আপন
শীতল ছায়ার আশে,নিজ সমর্পণ।



(তের্জোরিমা সনেট)