রাতের শেষ প্রহরে যে ট্রেনটি ছেড়ে যাবে সোহাগী জংশন
সে ট্রেনেই নিরুদ্দেশ হবো  তুমায় নিয়ে আমি
রাতের অন্ধকার মিইয়ে শব্দের নিবিড় বুননে
অপেক্ষার অমীমাংসিত সমিকরণের সখ্যতায়।
এখনো বেঁধে রেখেছি নিজেকে আষ্ট্রে-পিষ্ট্রে
ফিরে এসো ফিরে এসো সোহাগী স্টেশনের শেষ কামরায়
শিশির ভেঁজা পায়ে বড়ো ভালোবেসে বড়বেশী মোহমায়ায়।


ছবি সংগৃহীত