(১)
এ কেমন তৃষ্ণা জেগেছে মনে
এ কেমন প্রেরণা উছলে উঠেছে সর্বাগ্নে
কি এমন প্রেরণায় জেগেছে অন্ধ রাত!
নিভৃত আকাশে একলা আমি
কিসের লাগি বেহুলার সাম্পান ভাসাই
এমন দুর্দিনে?
(২)
চলো মন্বন্তরের যতো ভুল যতো ক্লেদ
পারিজাতহীন যতো পরাজিত বোঝা
মাছের আঁছিলার মতো জীবনের আঁশটে গন্ধ
ধুয়ে মুছে কিছুটা সাফ করি তারে চলো।
(৩)
কেউতো বলিনি তারে
গহীন হৃদয়ে খিল এঁটে
ছুটে যেতে পায়ে পায়ে
একাকি একলা ঘরে
শিকল ভাঙার পরে।