অপরাহ্নের আলো শেষে নেমে আসে রাত্তির অন্ধকার
ঠিক যেনো ঝরে পড়া হলুদ পাতার মৃত্যুর মতো
এখানেইতো কতক হাসি কতক গল্প থাকে বাকি
তৃষ্ণাকাতর সাইডুলি ফিরেনা,ফেরা হয়না তার বাঁকে।


কাছে আসা ফ্রেমবন্দি মানুষ যেনো পড়ে থাকা কাঁচের এক টুকরো
নড়ন নেই চড়ন নেই শুধুই ঝকঝকা।
কখন যে শ্রাবণ আসবে কে জানে
অপেক্ষায় থেকে প্রহর মিলায়
আঙুলের গিঁট গুণে দীর্ঘ চুম্বুনে-- -
নিজের ব্যবধান পোড়ায় অসহায়ের মতো।


সাইডুলির মৌনতা হরণ করে ফিরে আসুক- -
উচ্ছ্বাস উদ্বেলিত ঢেউ
ঢেউহীন,শুনতে কি চায়
বালিয়াড়ির গান কেউ?