কি এমন আছে! তৃতীয় ছায়ার পাশে যেখানে
ছায়ার সাথে মায়া,মায়ার সাথে কায়ার খেলা
অবশ্য এখানে আছে অশেষ গল্পের নদী
যেখানটায় কেউ কেউ সকাল সন্ধ্যায়
মুখোমুখি বসে,বেদনার ঢেউ তোলে নিরবধি।


কি নিয়ে মানুষ বাঁচে! মৌনতার মাঝে স্বপ্ন আঁকড়ে? নাকি হলুদ আঙুল টিপে?
অশেষ গল্পের সাঁকোর নীচে নিঃশ্চুপ দাঁড়ানো তৃতীয় ছায়ার দীর্ঘ পথ ধরে?


কেউ কেউ বাঁচে কি করে কেমন করে! আজকালতো
পাণ্ডুলিপি থেকেও মুছে গেছে কিছু কাক ভেঁজা সন্ধ্যা
সেখানে  প্রিয়ার গোপন তিলের কাব্য আজও অমলিন
যেখানে খুব সহজে ঘুম ভাঙার আগেই স্বপ্ন ভেঙে যায়
অতচ স্বপ্নহীন মানুষ কি সহজেই নির্বিঘ্নে ঘুমায়
দ্রুত পাশ ফিরেও শোয় তৃতীয় ছায়ার পাশে
বিশ্বস্ত নিকট আত্মীয়ের মতোন।