যে আজ চোখ রেখেছে আমার চোখে
জেনে নিও সে ছিলো আমার প্রথম প্রেমিকা
তাকে নিয়ে মনের গহীনে, ----
আবাস গড়েছি দূরারােগ্য ব্যধির মতো।
অথচ সেই ছিলো আমার ফেলে আসা দিনের অবৈধ খেলার সাথী
আমার যতো গোপন সুখ ছিল সে'ই ভেঙেছে
আমি কিছুই বুঝিনি।
বহুদিন পর নীরবে
সে আজ রেখেছে চোখ, কার চোখে!
খুব বেশি অকারণে।
প্রবল বাসনায় দুটি হৃদয়, দুটি শরীরে
ভিন্ন ভাষায় স্বপ্নেরা বাসা বোনে
কিছুই বুঝিনি--।
কখন সে চুপিসারে
রাতবিরেত আবডালে পেতেছে শয্যা
রেসমের মতো ঘাসে,কামনার অভিলাষে।
আমায় সে বলেনি --
তার চোখের চাহনী পড়ে জেনেছি
এতোদিন আমার সাথে যা ছিলো প্রেম ছিলনা,ছিল উপপ্রেম।