আহা! দাঁড়িয়ে পড়লে কেন?
চলো হাতে হাত রাখি সংগোপনে
লালায়িত হৃদয়ে সিন্দুকের নিভৃত মহলে
শস্যহীন হৃদয়ের চাষ করি চলো।
হৃদয় দিগন্ত ছুঁয়ে জেগে উঠি
পরস্পর নশ্বর মাংসের দেহে,
অচেনা ইচ্ছার মতো বুকের বাগানে দাঁড়িয়ে
পরস্পর দিগন্তের  মেঘ দেখি।
চলো! দাঁড়িয়ে পড়লে যে,চা না কফি
না কি দুটোই?
স্বপ্ন নেশায় বুঁদ সুদূরের সীমানায়--
পাড় ধরে হেঁটে যেতে থাকি, ভালবাসার বৃষ্টি ভ্রুণের জন্য
চলো! পরস্পর নরম আঙুল ছুঁয়ে ভুলিয়ে দেই নিভৃতের কষ্ট।