(১)
ডাগর কালো চোখ দেখেছি
আমি নীল চোখও দেখেছি
ক্র্যাশ খাইনি কখনও
বিশ্বাস করো ইদানিং নির্ভয়ে
এখন লাল চোখের প্রেমে পড়ছি!


(২)
এখন হাত বাড়ালেই মুঠো ভরে উঠে
কষ্ট দহন আর নির্মমতা,
চারদিক তাকালেই জ্বল জ্বলে
চোখের কোণ ভরে ওঠে ফোঁটা ফোঁটা জলে
তাইতো জানালার পাশে সিথানে চাঁদ রেখে
কষ্টগুলো উল্টে পাল্টে সাজাই একাকী।
(৩)
শেষমেশ নিজেই এসেছি নিজের কাছে
তোমার দিকে ফিরব কখন!
সোনালী স্বাধীনতা এখন পচনের দিকে
ধ্বংসস্তূপের নীচে তাকিয়ে জ্বল- জ্বলে চোখ।