মনে পড়ে আজ মন রাঙাতে নিগূঢ় ভালবেসে
ছুটেছি আলপথ ধরে হাত রেখেছি ধানের শিষে।


সুভাষিত রঙ ছড়িয়ে মন'কাশে নিত্য করেছ হেলা
বোশেখের আকাশে মেঘেরা পেতেছে ভয়ংকর খেলা।


লাল নীল  শুভ্র কালো শাড়ী জড়িয়ে নিয়ে গায়
গুড়ুম গুড়ুম ঢ্যায়া ডাকে আকাশে মেঘ ছুটে হায়!


মেঘের সাথে আঁড়ি দিয়ে রাখাল ছেলে ছুটে,
বন্ধুর এমন ছুটে চলায় আকাশ তবু হাসেনাকো মুটে।


দিন দুপুরে চারদিকে, যখন বইছে বাতাস ভারী
মেঘের সাথে পাল্লা দিয়ে তখন ছুটছে রাখাল বাড়ী।


এমন ভয়াল ঝড়ের ঠাণ্ডা হাওয়া খিলখিলিয়ে হাসে
রাখাল ছেলের ভয় তখন কুঁড়ে ঘরটি ঝড়ে যদি ভাসে।


ভয়কে জয় করবে বলে, সে ঘরখানি ধরে ঠেঁসে
বিনাশী ঝড়ের বিরুদ্ধে লড়ে জয়ী হয় অবশেষে।