যদি কখনও জ্বল জ্বলে আকাশের শুকতারাটা নিভে যায়
সময়ের ফেরে আর অপেক্ষা করো না
বুঝে নিও  শিখে গেছি সময়ের সাথে লুকাচুরি খেলা।
যদি রাতের আঁধারে চাঁদ তার নিজস্বতা হারায়
তবে আর অপেক্ষায় থেকোনা রৌদ্রজ্জ্বল ভোরের,
তড়িৎ খুঁজে নিও আপন পথ
সে পথ যতোই কঠিন হোক।


যদি বুক ভেঙে যায় স্বজন হারানোর ব্যাথায়
যদি জমাটবদ্ধ ব্যাথারা দুঃস্বপ্ন হয়ে তাড়া করে দিবারাতি,
তবুও কখনও আস্থিনে মুখ লুকিয়ে কেঁদনা।
দুঃস্বপ্নের সেই মোহনায় অপেক্ষায় থেকোনা।


আনমনে উদাস হয়ে কখনও  ভেবনা ---
রাতের আঁধারে হারানো চাঁদের কথা,
তা যদি মনে রাখ  তবে বাড়বে শুধু--
জমাটবদ্ধ হৃদয়ের পুরানো ব্যাথা।


যদি কখনও নোনা জলের ঢেউ ওঠে দু'চোখ জুড়ে,
ভুলে যেও সব, ভুলে যেও
শুধুই কুড়িয়ে নিও এই দুঃসময়ে
চেনা অচেনা কিছু সুখ।