(১)
মহাকালের হাহাকারে বহুবার ভিজেছে ক্লান্ত দুচোখ
বিরহে কাতর শুষ্ক নদীতটে দাঁড়িয়ে দেখেছি
                       হৃদয়ের ইচ্ছাগুলোর অসহায় সমর্পণ,
লৌহ খাঁচার শৃঙ্খলে আবদ্ধ আজ জীবনের হাসিখুশি
মরুর তপ্ত বালুকণায় সমাহিত হয়েছে সজীব নিশ্বাসটুকু…


হ্লাদী আকাঙ্ক্ষাগুলো রক্তাত্ত হয়েছে বারবার
                            অদেখা তীক্ষ্ম নখের বর্বরতায়
উদ্ধত দৃষ্টি উপড়ে ফেলেছে অঙ্কুরিত শেকড়-বসতবাড়ি;  
অশুভ ক্ষণের আভাসে নতজানু হয়ে প্রার্থণা করেছি শুধু
চেয়েছি পরিত্রাণ, চেয়েছি মহাঅধিশ্বরের কৃপা....


(২)
এখন আর আহত স্বপ্নেরা দাঁড়ায় না এসে
                          বিস্তৃত রাত্রির অন্ধকার পাশে,
লবণাক্ত নীল জলে ভেসে ভেসে তাই
        পরাজিত জীবন সায়াহ্নের সমুদ্রতীরে
মুখোমুখি দাঁড়িয়ে থাকি আমি আর আমার বেওয়ারিশ স্বপ্নেরা…



১৮/৯/২০১৬