হয়ত আর কোনদিন হবে না সকাল এই দীর্ঘ রাত্রি শেষে
হয়ত আর কোনদিন হবে না ভোর, উঠবে না নতুন সূর্য
বেলি ফুলের পাপড়িতে আজ বিষণ্ণ কাঁটা
নিগূঢ় অন্ধকারে মুখ ভার করে বসে আছে কিশোরীরা;


আজ থেকে সব স্কুল ছুটি
হাট বাজার-চায়ের দোকান সব বন্ধ!
শহরতলীর মোড়ে তাই শুনশান নিরবতা,
আকবরিয়া হোটেলে তালা, ফাকা রাজপথ___ এই পথে আর কোনদিন লাগবে না জ্যাম!


হয়ত আর কোনদিন হবে না ভোর, হবে না সূর্যোদয়
ইডেন গার্ডেনে দিবারাত্রির ম্যাচ তাই হয়েছে বাতিল,
ইস্টিশনে বসে আছে কিছু নাগরিক পাখি;
নিশানের মেলা ভেঙে গেছে বহু আগে!
আর কোনদিন হবে না খোলা ডাকবাক্সের তালা
এই নদীর স্রোত আর কোনদিন হবে না ব্যাকুল মোহনাকে কাছে পেতে;


হয়ত আর কোনদিন অশ্বথের ছায়ায় রাখাল বাজাবে না বাঁশি, পাখিরা গাইবে না গান আর কোনো ভোরে,
এই নদীঘাট হবে না ইজারা__
পোড়ামাটি আর কোনদিন উর্বর হবে না লাঙলের ফলায়!
আর কোনদিন দু:খীর কপালে সুখ আসবে না ফিরে
অন্ধকারের কাফনে কেবলই ঝাপসা হয়ে যাবে অতীতের সুখগুলো।