গোষ্ঠীর সব্বার বড় হলো বারী ভাই
আজকের কবিতায় শুধু তাঁর গুন গাই,
বয়সটা হয়ে গেল ছেষট্টি ছুঁইছুঁই
মাষ্টারি করেছেন তা-ও হলো কুড়ি দুই;


বারী ভাই ইস্কুলে পড়াতেন বাংলা
সাদামাটা লোকটা ছিপছিপে হ্যাংলা,
পরনের পাঞ্জাবি সাদা কি'বা নীল
কথাবার্তায় তিনি দৃঢ় সাবলীল;


দুই মেয়ে ভাবিসহ তাঁর ছোট সংসার
মেয়েগুলো যেন সব একেকটা সোনাহার,
নিষ্পাপ চেহারাতে মুখ ভরা দাড়ি
খেতে খুব ভালোবাসে মাংসের কারি;


ভালো ছাড়া মন্দ উপদেশ দেন না
কারো সাথে কখনোই কটুকথা কন না,
সকলের কাছে তিনি শ্রদ্ধার পাত্র
বহু গুন মাঝে কটা লিখলাম মাত্র।