আঁধারের সাথে আজ সারারাত কথা বলে
অনুভব করেছি বুকে জমা বেদনার রঙ,
খুঁজেছি-
অমাবস্যার চেয়েও কি বেশি হয় বিষাদের গভীরতা?

যখন মধ্যরাতে সব চোখ বুজে পৃথিবী ঘুমায় দ্বিধায়-
তখনো মাঝে মাঝে নক্ষত্রের পতনে আঁধারের বুকে
                  দেখেছি ক্ষণিক স্বস্তির প্রফুল্লতা;
দেখেছি, উল্কাপিণ্ডের ধাবমান দ্যুতিতে
           রাত্রির অবয়বে ক্ষণিক অভয়।
অথচ, আমার আকাশে কখনো নক্ষত্রের পতন হয়না
আমার হৃদয় আকাশে শুধু নক্ষত্ররা মরে যায়_


স্তুপীকৃত এইসব মৃত নক্ষত্রের তলে
          চাপা পড়ে আছে বিষণ্ণ হৃদয়।