মেঘগুলো উড়ে এসে
ঢেলে দিল বৃষ্টি
রুক্ষ ধরণীতে
সবুজের সৃষ্টি;


প্রকৃতি সেজেছে আজ
সবুজের শোভাতে
বাঙগুলো গান গায়
কাদা জল ডোবাতে;


বৃষ্টির দিনগুলো
ঘরকোণে লুকিয়ে
চানাচুর চালভাজা
খেতে থাকি মুখিয়ে;


টিপ টিপ ঝনঝন
টিনে চালে ছন্দ
ঘরকোণে বন্দি
লাগেনা তো মন্দ;


ছোট বড় সবে মিলে
লুডু খেলা জমছে
মাঝে মাঝে বজ্রেরা
কেশে গলা সাধছে;


নদী নালা খাল বিলে
মায়াময় সৌরভ
বর্ষার দিনগুলো
আমাদের গৌরব।


২০/৫/২০১৭