একদিন এই পোয়াতি শহরও সারারাত জেগে রবে ল্যাম্পপোস্টের আবছা আলোয়
বেওয়ারিশ কুকুররা ডাস্টবিনে ওঁৎ পেতে রবে
মাংসাশী শকুনের অট্টহাসিতে কেঁপে উঠবে রাতের আঁধার,


পোস্তগোলা ঘাটে ভীড় করবে পালতোলা নৌকা বহু
আধোঘুমে বড়শি ফেলে বসে থাকবে মাঝিরা সব,
কামরাঙ্গীর চরে টর্নেডো হেনেছে আঘাত, 'মাঝিভাই আরেকটু জোরে___
এই শহরের ভীষণ অসুখ';


নৌকাতে চড়ে হাসপাতালে যাচ্ছে শহর!
ভাবলেশহীন ধাত্রী বসে আছে ছাউনি তলে
পূর্ব দিগন্তে অন্ধকার ঊষার অশনি সংকেত,
তখনো মোয়াজ্জেম আমিনাল চাচা ঘুমাচ্ছে বেহুশ


আজানের ধ্বনি না শোনার আক্ষেপে সেদিন
     মাতৃগর্ভেই মরে যাবে শত-শত ভ্রূণ__


রচনাকালঃ- ৭/৭/২০২০